Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে -জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখ আব্দুল মু’মিন ও মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুবিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ রায় উদ্দেশ্যপ্রণোদিত এবং শাসকমহলকে তুষ্ট করার জন্য। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নেতৃদ্বয় অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানে সরকার যে বদ্ধপরিকর, এ রায় সে বার্তাই দিচ্ছে। উচ্চতর আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে বেগম খালেদা জিয়া সুবিচার পাবেন বলে নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ