বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সখিপুর(টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : দৈনিক মজুরিভিত্তিতে সারাদেশে নিয়োগপ্রাপ্ত প্রায় তিন হাজার পিয়ন কাম গার্ড মানবেতর জীবন যাপন করছে। আন্দোলন, সংগ্রাম করেও তারা তাদের ন্যায্য দাবি আদায়ে ব্যর্থ হয়ে উল্টো তাদেরকে ছাটাই করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শান্তি নোবেল বিজয়ী ড.মো.ইউনুসের গ্রামীন ব্যাংকের দৈনিকভিত্তিক কর্মচারীদের সাথে আশ্বাস দিয়ে প্রতারনা করা হয়েছে। তাদের সাথে ঝাড়– দেয়া, টয়লেট পরিস্কার ও কর্মকর্তাদের বাজার করার কাজ করানো হয়। কোন ছুটি নেই তাদের। বাৎসরিক কোন উৎসব বোনাসও তাদের দেওয়া হয় না। চাকরি জীবন ১০বছর পার করার পর এক লাখ টাকা দেওয়ার কথা। এক লাখ টাকা না দেওয়ার কৌশল হিসাবে চাকরির বয়স ১০বছর পার হওয়ার পূর্বেই নানা অজুহাতে তাদের ছাঁটাই করে দেয়া হয়। এভাবে ইতিমধ্যেই প্রায় দেড় হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে তারা ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন যাপন করছে। গ্রামীন ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতির আহবায়ক মো,আজিজুল হক বাবুল এমন অভিযোগ করেন। আবার গ্রামীন ব্যাংক সম্পর্কে দেশের যেকোন প্রান্ত থেকে কোন কর্মচারী অভিযোগ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি এবং চাকরিচ্যুত করা হয়। তিনি জানান,তাদের চাকরিতে যোগদানের সময় নিয়োগপত্রের পরিবর্তে কৌশলে অনুমতিপত্র দেয়া হয়েছে। তাদের দৈনিক বেতন ৪শত টাকা। তাদের কোন নির্দিষ্ট কর্মঘন্টা, উৎসব ভাতা নেই। সাপ্তাহিক, সরকারি, উৎসব, ঐচ্ছিক, অসুস্থকালীন ছুটি নেই। এসব বিষয় মানবিকভাবে দেখার আহবান জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়া ছাড়া তাদের আর কোন উপায় নাই। যদিও গ্রামীন ব্যাংক কর্তৃপক্ষ বরাবরই এসব অভিযোগ ভিত্তিহীন দাবী করে আসছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সু-দৃষ্টি কামনা করেছেন গ্রামীন ব্যাংকের দৈনিক ভিত্তিক আড়াই হাজার কর্মচারী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।