Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমএস-এর ব্যানারে জুয়েল-মধুবন্তীর শুধু তোমাকে

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট : ভালোবাসা দিবস উপলক্ষে সঙ্গীতশিল্পী জুয়েল মোর্শেদের সাথে কলকাতার সঙ্গীতশিল্পী মধুবন্তীর দ্বৈত গানের মিউজিক ভিডিও ‘শুধু তোমাকে’ প্রকাশিত হয়েছে। ‘বোবা ল্যাম্পপোষ্ট মাতাল হাওয়া/ অগোছালো সুরে এ গান গাওয়া/ হাত বাড়িয়ে ছুঁতে চাওয়া, শুধু তোমাকে’Ñএমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন শাওন গানওয়ালা আর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। রাজধানীর আশুলিয়া এবং ধানমন্ডি লেকের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানের ভিডিওতে জুয়েল-মাধুবন্তী হারিয়ে যান তাদের স্কুল বেলার নানা খুনসুঁটি আর দুষ্টুমিতে। জুয়েল এবং মধুবন্তীর পাশাপাশি ভিডিওতে দেখা যাবে শিশুশিল্পী আভা আর জায়ান’কেও। মধুবন্তী বলেন, আমি খুব বেছে বেছে কাজ করি। সোজাসাপ্টা বললে ভালো গান পেলে গাই, নইলে গাই না। ‘শুধু তোমকে’ আমার পছন্দের একটি গান। গানটিতে দুই বাংলার সঙ্গীতের প্রভাব রয়েছে। তাই আশা করছি, গানটি দুই বাংলার শ্রোতাদের কাছে সমাদৃত হবে। জুয়েল মোর্শেদ বলেন, মধুবন্তী খুব ভালো গায়, পাশাপাশি আমার পছন্দের শিল্পী। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে। আর গানটির ভিডিও অনেকটাই ব্যতিক্রম গল্পে নির্মিত হয়েছে। যা সব দর্শক-শ্রোতাকে তাদের ছেলে বেলায় নিয়ে যাবে। মনে করিয়ে দেবে মধুর এবং বিরক্তিকর সব স্মৃতি। উল্লেখ্য, ডিএমএস ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রকাশ করছে একাধিক নতুন গান। এর প্রকাশ করছে ‘শুধু তোমাকে’ গানটি। গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস- এর ওয়েব সাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ