Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাকিব মোসাব্বিরের গল্পগ্রন্থ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বই মেলায় প্রকাশিত হচ্ছে সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী রাকিব মোসাব্বিরের গল্পগ্রন্থ ছোট গল্পের উপন্যাস। বইটি আলোকবর্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত হলেও মেলায় পাওয়া যাবে দোয়েল প্রকাশনীর স্টলে। ছোট গল্পের উপন্যাস বইটিতে মোট গল্প থাকছে ১১টি। ১১টি গল্পের মধ্যে বিভিন্ন ধাঁচের গল্প রয়েছে। বিশেষ করে রোমান্টিক, গোয়েন্দা ও জীবনমুখী গল্প রয়েছে। রাকিব জানান, তার বইয়ের সবগুলো কাল্পনিক হলেও, পড়লে মনে হবে যে তা আমাদের চারিপাশেরই পরিচিত ঘটনা। তিনি বলেন, আমার গানের শ্রোতারা যেমন আমার গান পছন্দ করেন। আশা করছি, আমার লেখা বইও পাঠকদের মন ছুঁয়ে যাবে। উল্লেখ্য, রাকিব মোসাব্বিরের এ পর্যন্ত প্রায় ৩০০ গান মুক্তি পেয়েছে। তিনি একাধারে একজন কন্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিশিয়ান, প্রযোজক ও নির্মাতা। এছাড়া তিনি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টোন ফেয়ার ও ভিজুয়াল প্রডাকশন আরএম এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ