Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে সুফলভোগীদের মধ্যে পোনা বিতরণ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সমাজভিত্তিক মৎস্যচাষ-দিন বদলের সু বাতাস। এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে নিমগাছি সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের সুফলভোগীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে। নিমগাছি সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্প ও মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন শুক্রবার উপজেলার বারুহাস ইউনিয়নের আসানবাড়ি গ্রামের একটি পুকুর থেকে বেশ কয়েকজন সুফলভোগীর হাতে পোনা মাছ তুলে দিয়ে এর শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিমগাছি সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের পরিচালক মো. আব্দুস সালাম, উপ- প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, সাধারণ সম্পাদক সাহেদ খান জয় প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ