Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের হাত নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৪৮ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের কোনো হাত নেই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় প্রদান করেছেন। বাংলাদেশে যেই দুর্নীতি করুক না কেন, তাকেই বিচারের আওতায় আসতেই হবে।
শুক্রবার সকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি এ সমাবেশের আয়োজন করে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান নেই।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ, এসএম আলম ও সালাহউদ্দিন আহমেদ খোকা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ