Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘিরে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রায় ঘিরে দেশের মানুষের মধ্যে ছিল আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠা। ঢাকা গতকাল আইনশৃঙ্খলা বাহিনী হার্ডলাইনে দায়িত্ব পালন করতে দেখা গেছে। র‌্যাব ও পুলিশ পুরান ঢাকার বিশেষ আদালত এলাকা, হাইকোর্ট, গুলশান, মতিঝিলসহ কোথাও কাউকে দাঁড়াতে দেয়নি। নিরাপত্তার জন্য গতকাল রাজধানীর প্রবেশ পথগুলোতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার বাইরে থেকে দুপুর পর্যন্ত কোনো গণপরিবহন প্রবেশ করতে দেয়া হয়নি। ঢাকাসহ দেশের বড় বড় শহরগুলোতে গণপরিবহন তেমন একটা চলাচল করেনি। রাজধানীর অধিকাংশ এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। জানমালের নিরাপত্তায় হার্ডলাইনে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে রাজধানী ঢাকায় সভা, সমাবেশ, মিছিল ও ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বুধবার বিকেল থেকে রাজধানীসহ সারাদেশে বিপুল পরিমাণ বিজিবি মাঠে নামে। তবে গতকাল দিনের বেলায় বিজিবির টহল লক্ষ করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিস ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আশঙ্কায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। রেলপথ, সড়কপথ ও নৌপথসহ সবখানে তল্লাশি চালানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বলেছেন, রায় কেন্দ্র করে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এ রায় কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দেশব্যাপী সর্বাত্মকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা কোনো গুজবে কান দেবেন না, ভীত হবেন না। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অনুরোধে গতকাল বিজিবি মোতায়েন করা হয়। রাজধানীসহ সারাদেশে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দেশের সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়। দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন স্পটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিউটিরত সব পুলিশ ইউনিট ও টিমের স্পটে হাজির হয়ে পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ১৫টি গাড়িবহর নিয়ে আদালত ও আশপাশের স্পটগুলোতে ঘুরে ঘুরে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাধুবাদ জানান ডিএমপি কমিশনার।
রাজধানীতে ছিল অতিরিক্ত ১২ হাজার পুলিশ
সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রাজধানীতে ৪৯টি থানার কর্তব্যরত সকল পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। এর পাশাপাশি ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ও ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে আনুমানিক ১২ হাজার পুলিশকেও মাঠে নামানো হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, সারাদেশে র‌্যাবের ১৪ টি ব্যাটালিয়ন ছয় হাজার সদস্যকে যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ