Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার রায় আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে খালেকুজ্জামান

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বাদানুবাদ, শাসকদল সংশ্লিষ্টদের দায়িত্বহীন কথাবার্তা ও মহড়া, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গণগ্রেফতার-টহল জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। একই সাথে রায় ঘোষণার পর ক্ষমতাসীন ও ক্ষমতাপ্রত্যাশীদের মধ্যকার বিদ্যমান সাংঘর্ষিক অবস্থান আরো বেড়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক শাসনের অনুপস্থিতি, শাসন প্রশাসনে দলীয়করণ, বিচারব্যবস্থাসহ সকল প্রতিষ্ঠানের প্রতি গণআস্থার ঘাটতি, স্বেচ্ছাচারী ক্ষমতার প্রয়োগ, অপরাধ ও বিচারে সুবিধাজনক বাছাই প্রক্রিয়া ইত্যাদি সবকিছু মিলে জনমনে বিরাজিত ধারনার পরিবর্তন সাধন কিংবা জনগণের সন্তুষ্টি বিধান কোনটাই এ রায়ে নিষ্পত্তির সম্ভাবনা কম। এ রায় আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রক্রিয়া পরিস্থিতি ও পরিবেশকে প্রভাবিত করার আশংকা রয়েছে। এই প্রেক্ষাপটে শাসকশ্রেণির দ্বি-দলীয় দুবৃত্তায়িত নীতি আদর্শহীন লুটপাটের সাংঘর্ষিক রাজনীতির বিপরীতে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ভিত্তিতে জোট-মহাজোটের বাইরে সকল বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক-উদারনৈতিক শক্তির বৃহত্তর গণঐক্যের ভিত্তিতে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানই এ পরিস্থিতি থেকে মোড় ফেরাতে পারে। বিবৃতিতে খালেকুজ্জামান জনগণের সেই বিকল্প শক্তি গড়ে তোলার জন্য উদ্যোগী হতে সকলের প্রতি আহŸান জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ