Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

কোটালীপাড়া (গোপালগঞ্জে) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিভাবক সদস্য নাসির হাওলাদার বাদী হয়ে শিক্ষা মন্ত্রনালয় ও দুর্নীতি দমন ব্যুরোসহ বিভিন্ন দফতরের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগ থেকে জানা যায় ১ আগস্ট ২০১৩ থেকে ৩১ অক্টোবর ২০১৬ পর্যন্ত প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ বিদ্যালয়ের অধ্যায়নরত ৫৭৭ জন ছাত্রছাত্রীর কাছ থেকে ও বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের থেকে আদায়কৃত অর্থ হতে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়াও ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, বৃত্তি ও উপবৃত্তি প্রাপ্তদের কাছ থেকে টাকা আদায় করে ব্যাংকে জমা না করে নিজের কাছে রাখা এবং হিসাব খাতায় ফ্রি-হাফ ফ্রি দেখানোর অভিযোগ রয়েছে। এর আগে ৯ নভেম্বর ২০১৬ তদন্ত প্রতিবেদন দাখিল করেন অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির ৯ সদস্য। এ ব্যাপারে প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ বলেন, অভিযোগের কোনটিই সঠিক নয়, সবই ভুয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল হাওলাদার বলেন, সে যদি অসঙ্গতি কোনো কাজ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ