রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাওলানা কেরামত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে থাকা ৭৮২/১৭ নম্বর মামলায় জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ‘খ’ অঞ্চলের বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ড. কেরামত আলীর আইনজীবি অ্যাডভোকেট মাসুদ রানা জানান, এরআগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে থাকা মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় মাওলানা মোশাররফ হোসেন জিহাদী, নূহ আলম ও একরামুল হককে একই সঙ্গে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।