Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনা সারকারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


জামালপুর থেকে নুরুল আলম সিদ্দিকী: জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পেট্রোবাংলা সেচ মৌসুমে গ্যাস সংযোগ বন্ধ রাখায় অনির্দিষ্টকালের জন্য কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। সেচ মৌসুমে সার সঙ্কট সৃষ্টি করার পায়তারা ও যমুনা সারকারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সকালে কারখানা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের আহŸায়ক ও জামালপুর জেলা ট্রাক চাল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ও তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক, শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন তারাকান্দি নিয়ন্ত্রণ শাখার সভাপতি আককাস আলী, যমুনা সারকারখানা সিবিএ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ স¤পাদক শাহজাহান আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক আল মামুন প্রমুখ। এ সময় বক্তারা সেচ মৌসুমে গ্যাস সংযোগ বন্ধ না রাখা ও কারখানার উৎপাদন বন্ধ না রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহŸান জানান।

মঠবাড়িয়ায় গ্রেফতার ৩
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে সামনে রেখে বুধবার রাতে মঠবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেনÑ বিএনপি নেতা আনসার আলী (৪৫), পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লাবু হাওলাদার (২৫) ও সদস্য সোলায়মান মিয়া (২২)। মঠবাড়িয়া থানার ওসি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ