রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাভার থেকে স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারের আশুলিয়ায় এক ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির সংঘঠিত হয়েছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণলঙ্কার ও নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়। গতকাল ভোরে আশুলিয়ার নলামগ্রামে ঠিকাদার হাজী সিদ্দিকুর রহমানের বাড়িতে এ দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান বলেন, তিনতলা বাড়ির নিচতলার বারান্দার গ্রিল কেটে ভোররাত প্রায় সাড়ে তিনটার দিকে ১০-১২ জন ডাকাত সদস্য ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরে ঢুকে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আলমিরা ভেঙে ৮৫ ভরি স্বর্ণলঙ্কার, এক লাখ ৫২ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। এদিকে ডাকাতির বিষযটি জানতে পেরে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি জানালে এলাকাবাসী বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলে।
পরে এলাকাবাসী তাকে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় ডাকাত সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ডাকাতরা সবাই মুখোশ পরিহিত ছিল। হাতে ধারাল অস্ত্র ছিল।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া নিহত ডাকাতের পরিচয় শনাক্তেরও চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।