Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিষপানে আত্মহত্যা

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলার গুনাহারে গত বুধবার বিষপানে নুরুল ইসলাম খান (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার গুনাহার গ্রামের মৃত আত্তাব হোসেন খানের ছেলে নুরুল ইসলাম খান (৫০) ঘটনার দিন গত বুধবার দুপুরে সবার অজান্তে ঘরে রক্ষিত কীটনাশক বিষ পান করে অসুস্থ্য হয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রæত দুপচাঁচিয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। তার আত্মহত্যার সঠিক কারন জানা যায় নি। এ সংক্রান্তে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
দুপচাঁচিয়ায় আটক-২
দুপচাঁচিয়া থানা পুলিশ গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের ২ নেতাকে আটক করেছে। এরা হলো, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী (৪২) ও উপজেলা সদরের বড়ধাপ এলাকার মৃত ফজের সাখিদারের ছেলে সাবেক যুবদল নেতা আব্দুস সামাদ (৪৪)। থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক বিএনপি ও যুবদলের ২ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে “দৈনিক ইনকিলাব” কে জানান, তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গতকাল বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ