Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন কুমার নিবিড়

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: জনপ্রিয় সঙ্গীতশিল্পী কন্ঠশিল্পী কুমার বিশ্বজিতের পুত্র কুমার নিবিড়। গত বছর নিবিড় অভিনীত প্রথম চলচ্চিত্র প্রসূণ রহমান পরিচালিত ‘সূতপার ঠিকানা’ মুক্তি পায়। শুধু অভিনয়েই নয় নিবিড় মাঝে মাঝে গীটার, ড্রামস ও কী বোর্ডও বাজান। শিল্পীর সন্তান হিসেবে শিল্প সংস্কৃতির প্রতি তার আলাদা টান রয়েছে। কুমার এবার নির্মাতা হিসেবে আবির্ভূত হলেন। বাবা কুমার বিশ্বজিতের নতুন গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। আসছে ভালোবাসা দিবসে তার নির্মিত কুমার বিশ্বজিতের নতুন গান ‘কষ্টগুলো বুকে পুষে আজীবন কাটাবো, তব্ওু তোমার কাছে যাবার কোন প্রশ্নই উঠেনা’ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে। ‘আমোজ রেকর্ডিং’ থেকে গানটি ইউটিউবে প্রকাশ হবে। কিছুদিন আগে একটি অত্যাধুনিক ক্যামেরা ক্রয় করেন কুমার বিশ্বজিৎ। সেই ক্যামেরা হাতেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, ওয়াশিংটন ও মায়ামী বিচে কুমার বিশ্বজিতের নতুন এই গানের ভিডিও নির্মাণ করেন কুমার নিবিড়। নিবিড় বলেন, ‘স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় এই ধরনের কাজে আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি। সেখান থেকেই মূলত বাবাকে নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের অনুপ্রেরণা পেয়েছি। প্রথম দিকে ক্যামেরার কাজ বুঝে উঠতে আমার সময় লেগেছিল। বাবা আমাকে সহযোগিতা কেেরছেন। সবমিলিয়ে নিজের কাজ দেখে নিজেই মুগ্ধ আমি। বাবাকে নিয়ে এমন একটি কাজ করতে পেরে আমি গর্বিত। তবে বাবার মতো গায়ক হবার দুঃসাহস কখনোই করিনা আমি। বড় হয়ে আমি ব্যবসায় মনোযোগ দিতে চাই। পাশাপাশি মিউজিক কম্পোজিশনের কাজটা করতে চাই।’ কুমার বিশ্বজিৎ বলেন, ‘এতো অল্প বয়সেই নিবিড় এতো কিছু জানে যা পিতা হিসেবে আমাকে অনেক গর্বিত করে। স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় তার সাফল্য আমাকে মুগ্ধ করে। সব বিষয়েই তার আগ্রহ আছে। আমার নতুন গানের মিউজিক ভিডিওটি দেখলেই সবাই বুঝবে নিবিড় কতটা যতœ নিয়ে কাজটি করেছে। আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই, যেন সে মানুষের মতো মানুষ হতে পারে।’ কুমার বিশ্বজিতের নতুন এই গানটি ভালোবাসা দিবসের আগেই প্রকাশ হবে। গানের সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ ও কিশোর দাশ। এছাড়া আসছে ভালোবাসা দিবসে প্রসেনিজৎ এবং রবিউল ইসলাম জীবনের লেখা দুটি নতুন গানেরও লিরিক্যাল ভার্সন ইউটিউবে প্রকাশ হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ