প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: প্রথমবারের মতো মডেল হলেন নির্মাতা ও নাট্যকার এস এ হক অলিক। ফেরারী অমিতের নির্দেশনায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিল্ডার্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। রাজধানীর উত্তরায় একটি শূটিং হাউজে বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটিতে এস এ হক অলিককে নতুন লুকে দেখা যাবে। প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে এস এ হক অলিক বলেন, ‘এর আগে বিভিন্ন নাটক টেলিফিল্মে অভিনয় করার অভিজ্ঞতা আছে। তবে বিজ্ঞাপনে এবারই প্রথম মডেল হলাম। নির্মাতার আগ্রহেই আসলে এই কাজটি করা। নতুন ধরনের গল্প ভাবনা নিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। আমি যখন অন্য কারো নির্দেশনায় কাজ করি তখন ভুলে যাই যে আমি নিজেও একজন নির্মাতা। নির্মাতা যেভাবে আমাকে কাজ করার কথা বলেন সেভাবেই উপস্থাপনের চেষ্টা করি। ফেরারী অমিত তরুণ মেধাবী নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে বেশ ভালো লেগেছে। নিজেকে নতুন করে আবিষ্কার করেছি আমি এই বিজ্ঞাপনে।’ ফেরারী অমিত জানান, শিঘ্রই বিজ্ঞাপনটি প্রচার হবে। এদিকে এস এ হক অলিক নতুন কোন চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভাবছেন না। দেশের হলের আধুনিকায়ন হলে তিনি নতুন চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভাববেন। তার নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘এক পৃথিবী প্রেম’। এটি গত বছর মুক্তি পায়। এরমধ্যে অলিক ‘হসপিটাল’ নামের নতুন একটি ধারাবাহিক নির্মাণ শুরু করেছেন। এছাড়া একটি অনলাইন টিভির জন্য তিনি ‘উই আর ফ্যামিলি’ নামের আরেকটি ধারাবাহিক নির্মাণ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।