প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির ডুয়েট গান ‘জলরঙ’। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার। ‘জলরঙে এঁেকছি দেখো, মিথ্যে এক ছবি/ সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’- এরকম কথার গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। ন্যান্সি বলেন, ‘জলরঙ’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান করলাম। আশা করি, শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। বাশার বলেন, আমার অনেক প্রিয় একটি গান ‘জলরঙ’। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সংগীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করলাম। রেজাউর রহমান রিজভী বলেন, গত বছরের ঈদে আমার লেখা ‘মৌনতা’ গানটিতে কণ্ঠ দেন ন্যান্সি। গানটির দারুণ রেসপন্স পেয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আসছে ন্যান্সি ও বাশারের ‘জলরঙ’ গানটি। উল্লেখ্য, গানটি বাশারের প্রথম একক অ্যালবাম ‘জলরঙ’-এর টাইটেল সঙ হিসেবে থাকবে। চলতি বছর অ্যালবামটি প্রকাশ পাবে বলে বাশার জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।