Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরদৌসী প্রিয়ভাষিণী’র চিকিৎসার্থে কঞ্জুস-এর প্রদর্শনী

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: জটিল রোগে আক্রান্ত মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী’র দ্রæত আরোগ্য লাভ ও দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তায় দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল তাদের জনপ্রিয় প্রযোজনা দেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস' এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি মঞ্চায়িত হবে। ফরাসী নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি 'দি মাইজার' অবলম্বনে 'কঞ্জুস' নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। উল্লেখ্য, ইতোপূর্বে লোক নাট্যদল (বনানী) বিভিন্ন সময়ে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও নাট্যজন-এর চিকিৎসা এবং দেশের প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের সহায়তায় নাটক মঞ্চায়নের মাধ্যমে মানবিক সহায়তায় সম্পৃক্ত থেকেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ