Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে রাস্তায় আওয়ামী লীগ-বিএনপি, উৎকন্ঠা আতঙ্ক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৪২ পিএম | আপডেট : ২:১৬ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে চট্টগ্রামে রাজপথে অবস্থান নিয়েছে সরকারি দল আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি। নাসিমনভবনের দলীয় কার্যালয় চত্বরে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান নেন। বেলা বাড়তে বাড়ে মানুষের উপস্থিতি। আর তাতে বাধা দেয়া পুলিশ। নেতাকর্মীদের ঠেকাতে কাজির দেউড়ি ও লাভলেন মোড়ে পুলিশ অবস্থান নিয়ে নেতাকর্মীদের ফিরিয়ে দেয় তারা। এসময় এক নারী নেত্রীসহ তিনজনকে আটক করা হয়। একই সময়ে বহদ্দারহাট এলাকায় নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে মিছিল করে বিএনপি। সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে রাজপথে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশি নিষেধাজ্ঞা ভেঙ্গে নগরীতে লাঠি হাতে মিছিল করে ছাত্রলীগ। তবে সিটি মেয়রের হস্তক্ষেপে লাঠি সরিয়ে নেওয়া হয়। সিটি মেয়র জানিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান বজায় রাখবেন। রায়কে ঘিরে বিএনপি কোন নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তা প্রতিহত করা হবে। এদিকে নগর ও জেলা জুড়ে কড়া নিরাপত্তা বয়ল গড়ে তোলা হয়েছে। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত বিএনপি ও জামায়াতের আরও ১৫৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নিরপত্তার নামে বাড়াবাড়িতে নগরীতে হরতালের পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম বন্দর, কাস্টম হাউসসহ ব্যবসা-বাণিজ্য আমদানি-রফতানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ