টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে ‘নাইট মোড’ অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা আইওএসের নতুন ভার্সন ৯.৩ থেকে অপারেটিং সিস্টেমে নাইট মোড পাচ্ছেন। এই নাইট মোড অপশন অ্যাপলে চালু হলেও অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে এখনো নাইট মোড আসেনি। ইতোমধ্যে গুগল অ্যান্ড্রয়েডে নতুন ভার্সন এন আনার ঘোষণা দিয়েছে। নতুন এই ভার্সনে থাকছে নাইট মোড। অ্যাপলের নাইট শিফট ফিচারের মতো অ্যান্ড্রয়েডেও থাকবে নাইট মোড। এই মোডে ফোনের ডিসপ্লের কালার তাপমাত্রা পরিবর্তন হবে রাতে। এই মেনুটি গুগলের অপারেটিং সিস্টেমে লুকায়িত অবস্থায় থাকবে। তবে গুগল কি এই অপশনকে অফিসিয়ালি নতুন অপারেটিং সিস্টেমের অংশ করবে নাকি পরীক্ষামূলক অংশে থাকবে তা এখনো স্পষ্ট করেনি গুগল। গত সপ্তাহে গুগল অ্যান্ড্রয়েড এনের প্রিভিউ ভার্সন অনলাইনে উন্মুক্ত হওয়ার পর গুগলের নেক্সাস ফোনগুলোতে এর বেটা ভার্সন ব্যবহার শুরু হয়েছে। নাইট মোড অন করার জন্য প্রথমে সেটিংস থেকে ‘ঝুংঃবস টও ঞঁহবৎ’-এ যেতে হবে। এখান থেকে ঈড়ষড়ৎ ধহফ অঢ়ঢ়বধৎধহপব অপশনে প্রবেশ করলে ঘরমযঃ গড়ফব অপশন পাওয়া যাবে। দিন রাতের সময় হিসাব করে নাইট মোড অপশন স্বয়ংক্রিয়ভাবে সেট করা যাবে। যদিও নেক্সাস ৯ ট্যাবলেটে এই ফিচারে আকর্ষণীয় কিছু চোখে পড়েনি। অ্যান্ড্রয়েডের নতুন এই ভার্সন সম্পর্কে গুগল মে মাসে বিস্তারিত জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।