বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট ব্যুরো : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে উদ্ভব পরিস্থিতি এবং জাতির উৎকন্ঠা ও উদ্বেগ নিরসনের জন্য আশু সমাধান করা সরকারের দায়িত্ব। নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে বলেন, দেশের মানুষ শান্তি চায়। অর্ধকোটি ছেলেমেয়ে এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরিক্ষার্থী। জনজীবন বিপর্যস্ত হলে জাতি চরম ক্ষতির সম্মুখীন হবে। প্রশাসনের সতর্কীকরণে বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে জাতি আজ উদ্বিগ্ন। এই উদ্বেগ এবং উৎকন্ঠা ও অনিশ্চিত অশান্ত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করা ব্যতিত গ্রেফতার হুমকি ধামকি দিয়ে আন্দোলনকারী জনতাকে স্তব্ধ করার পরিবর্তে বেগম জিয়ার মামলার রায়ের তারিখ পিছিয়ে দিয়ে অথবা মামলার কার্য্যক্রম স্থগিত করে অশান্ত পরিস্থিতির সমাধান করা উচিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।