Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না ছুঁয়ে স্মার্টফোনে কাজ করুন

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মনে করুন দুর্বৃত্তের হাতে বন্দী হয়ে হাত-পা বাধা অবস্থায় পড়ে আছেন অন্ধকার কোনো ঘরে। পকেটে স্মার্টফোন থাকলেও নড়াচড়ার সুযোগ না থাকায় তা বের করে কাউকে ফোন করতে পারছেন না। ব্যাপারটা একটু বেশি নাটুকে হয়ে গেল! তবে হাত না লাগিয়ে কথা বলে নির্দেশ দিয়ে (ভয়েস কমান্ড) স্মার্টফোন ব্যবহারের সুযোগ যে আছে, তা মোটামুটি সবারই জানা। প্রয়োজনের সময় বেশ কাজেরও বটে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাপ চালু করে তারপর বলতে হয় ‘ওকে গুগল’ এবার এটা করো, ওটা করো। সে তো ওই হাত লাগাতেই হলো। কাজটি অবশ্য আঙুলের স্পর্শ ছাড়াই যেকোনো পর্দা থেকে করা যায়। শুধু সেটিংসটা ঠিক করে নিতে হবে। এ জন্য প্রথমে গুগল অ্যাপ চালু করুন। বাম পাশ থেকে টেনে ডান দিকে আনলে মেন্যু দেখাবে। এবার ঝবঃঃরহমং/ঠড়রপব/“ঙশ এড়ড়মষব” ফবঃবপঃরড়হ থেকে ঋৎড়স ধহু ংপৎববহ সচল করুন। ব্যাস হয়ে গেল! এখন স্মার্টফোনটি কাছে থাকলেই ওকে গুগল বললেই তা আপনার নির্দেশ শোনার জন্য সচল হয়ে যাবে। স আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: না ছুঁয়ে স্মার্টফোনে কাজ করুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ