Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সাজা হলে জেল কোড অনুযায়ী তাকে রাখা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ২:২৬ পিএম | আপডেট : ২:৩৩ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০১৮

দুর্নীতি দমন কমিশনের মামলায় আগামীকাল বৃহস্পতিবার আদালতে যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ঘোষণা হয়, তবে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেজন্য সরকারের সংশ্লিষ্টরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলার রায় ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামীকালের রায়ে খালেদা জিয়ার সাজা হবে, নাকি তিনি খালাস পাবেন, সেটা আদালতের বিষয়। তবে সাজা হলে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে। এজন্য সরকারের সংশ্লিষ্টরা প্রস্তুত।
গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার গাড়িবহরের মিছিল থেকে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, হামলাকারীরা নাকি অনুপ্রবেশকারী। কিন্তু আমরা যে চারজনকে গ্রেফতার করেছি, তারা সবাই বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী। ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে।
এ চারজন হলেন মামুন খান, রুহুল আমিন, হারুনর রশিদ ও ইশতিয়াক আহমেদ নাসির।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল ‘নিখোঁজ’ থাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেনি। হতে পারে তিনি আত্মগোপন করেছেন। এটা নতুন কৌশল হতে পারে।



 

Show all comments
  • nirjhar chandra das ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:২৯ পিএম says : 0
    Ami mone kori je sarkar jdi na janto je khaledar ki result asbe tahole eto nirapatta dite jabe kno ?hyto kisu ta jane tai......................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ