Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত ৬ আহত ২৫

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ নিহত হয়েছে ছয়জন, এসময় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সাভির্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, কলকাতার যাত্রী নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি মোটর সাইকেলকে চাপা দিয়ে সড়কের পাশের গাছের সাথে আঘাত করে। বেপরোয়া গতির কারণে বাসটি সামনের দিক দিয়ে ইঞ্জিনের মধ্যে গাছ ঢুকে যায়। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে আরো দুইজনের মোট তিন জন নিহত হয়। আহত অন্তত ২৫ যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে এক জন ভারতীয় নাগরিককে চিহ্নিত করা গেছে। তার নাম সুশান্ত মন্ডল, বাড়ী ভারতের বারাসাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। অপরদিকে, মাওয়া-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া বাজার এলাকায় ইট বোঝাই ট্রাক অপর একটি খালি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে আরো দুইজন মারা যায়। ভাঙ্গার হাইওয়ে থানার ওসি মো. এজাজউদ্দিন জানান, ঢাকা মাওয়া-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া বাজার এলাকায় মঙ্গলবার সকাল ১০টার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মিলন মোল্লা (২৬), রিন্টু ভুইয়া এবং চান মিয়া (৩৫) মারা যায়। তাদের দু’জনের বাড়ী মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ