বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউপির সরশুনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলজার শেখ ও বাচ্ছু শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে । সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহত গোলজার শেখ, আহাদ ফকির, কামাল হোসেন, আমেনা বেগম, তাহেরা বেগম, মেহেদি হাসান, শহিদ ফকির, ফারুক শেখ, মহাসন মোল্যা, তবির শেখ, স¤্রাট শেখ, রাচ্চু শেখ, ভাদু মিয়া, জাকির মোল্যা ,সিরাজ ফকির, ইসরাফিল আলমকে লোহাগড়া ও নড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্যারেড করার সময় পুলিশ কর্মকর্তার মৃত্যু
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্যারেড করার সময় পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তার নাম শাজাহান হাওলাদার (৪৫)। সে মাদারীপুরের ধাশার উপজেলার আইজার গ্রামের মৃত আনোয়ার উদ্দিন হাওলাদার ও রিজিয়া বেগমের ছেলে। তার ডিসি নম্বর ৯৪ ও পুলিশ বিপি নম্বর ৭৩৯১০৩১৫৩৮। পুলিশ সূত্রে জানা গেছে, এসআই শাজাহান হাওলাদার বিভাগীয় ক্যাডেট কোর্স সম্পন্ন করতে ডিএমপি ঢাকা থেকে গত ২৮ জানুয়ারি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে আসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।