বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : সুদের হার বাড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে শেয়ার বিক্রির হিড়িক পড়ার পর বড় ধসের মুখে পড়েছে বিশ্ব পুঁজিবাজার। গত সোমবার ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সর্বোচ্চ দরপতন হয়েছে। এর প্রতিক্রিয়ায় এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের পুঁজিবাজারে দরপতনের ধারা চলছে।
যুক্তরাষ্ট্রে ৩০টি প্রধান কোম্পানি নিয়ে গঠিত সূচক ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ইনডেক্স চার দশমিক ছয় শতাংশ কমে ২৪ হাজার ৩৪৫ পয়েন্টে নেমেছে। বাজারে বড় ধসের মুখে বিনিয়োগকারীদেরকের আশ্বস্ত করতে হোয়াইট হাউজ বলেছে, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মৌলিক দিকগুলোর প্রতি নজর দেওয়া হচ্ছে, যেগুলো দারুণ শক্তিশালী অবস্থানে রয়েছে। ডাউ জোন্সের পাশাপাশি বৃহত্তর এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে চার দশমিক এক শতাংশ এবং প্রযুক্তি কোম্পানিগুলো নিয়ে তৈরি সূচক নাসদাক তিন দশমিক সাত শতাংশ দর হারিয়েছে।
লন্ডন, ফ্রাঙ্কফুর্ট ও প্যারিসের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার লেনদেনের শুরুতেই তিন শতাংশের বেশি দর হারিয়েছে। লন্ডনের প্রধান কোম্পানিগুলো নিয়ে গঠিত এফটিএসই ১০০ সূচক ১৮০ পয়েন্ট বা দুই দশমিক ৪৬ শতাংশ কমে সাত হাজার ১৫৪ পয়েন্টে অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রে বেতন বেশ বাড়ার খবরের পর গত সপ্তাহে শেয়ার বিক্রির এই চাপ শুরু হয়। এর ফলে বাজারে আশা তৈরি হয়েছে, মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে হয়তো খুব দ্রæতই যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়বে। এই পতনের আগে বিনিয়োগকারীদের জন্য কয়েকটি বছর খুব ভালো ছিল। ২০১৭ সালে ডাউ জোন্স ২৫ শতাংশ বেড়েছিল, তখন দারুণ চাঙা অর্থনীতির সঙ্গে করপোরেট মুনাফা ব্যাপক বেড়েছিল। গতকাল মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ওয়াল স্ট্রিটকে অনুসরণ করে দরপতন শুরু হয়।
জাপানের প্রধান সূচক নিক্কেই কিছুটা ঘুরে দাঁড়ানোর আগে ২২৫ পয়েন্ট বা চার দশমিক আট শতাংশ দর হারায়, যেখানে অস্ট্রেলিয়ার প্রধান সূচক এসঅ্যান্ডপি/এএসএক্স দর হারিয়েছে ২০০ পয়েন্ট বা দুই দশমিক সাত শতাংশ। দক্ষিণ কোরিয়ার সূচক কোসপি ২ দশমিক ৩ শতাংশ দর হারিয়েছে। এর আগে অর্থনৈতিক অগ্রগতির লক্ষণে যুক্তরাষ্ট্রের বাজার সর্বোচ্চ অবস্থানে চলে গিয়েছিল। ২০১৬ সালের নভেম্বরে নির্বাচত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজার বাড়ার এই বিষয়ে বেশ কয়েকবার টুইট করেছেন। আর্থিক প্রতিষ্ঠান মোটলি ফুলের প্রধান নির্বাহী ডেভিড কোউ বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংবাদ আশাতিরিক্ত শক্তিশালী। তাই, অন্যভাবে দেখলে, ইতিবাচক অর্থনৈতিক সংবাদের কারণেই বাজার সংশোধন হয়েছে। শতাংশীয় হিসেবে দেখলে ২০১১ সালের অগাস্টের ‘বø্যাক মানডে’র পর থেকে ডাউয়ের সবচেয়ে বড় দরপতন হয়েছে। ওই সময় স্ট্যান্ডার্ডস অ্যান্ড পুওরস যুক্তরাষ্ট্রে এর ঋণমান নামিয়ে দিয়েছিল।
বিবিসি বলছে, আমেরিকান ও বিশ্ব অর্থনীতির পূর্বাভাসের পরিবর্তনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রম অধিদপ্তর চাকরি নিয়ে যে তথ্য প্রকাশ করেছে, তাতে বেতন আশাতীত বেড়েছে বলে দেখানো হয়েছে। এর পর পুঁজিবাজারে বিক্রির চাপ বাড়তে থাকে। সিএমসি মার্কেটসের বিশ্লেষক মাইকেল ম্যাকার্থি বলেন, বেতনের তথ্য হঠাৎ করে নি¤œ সুদের হারকে ধসিয়ে দিয়েছে। শেয়ার বিক্রির হিড়িকের মধ্য দিয়ে কাক্সিক্ষত সুদের হারের চেয়ে বেশি হওয়ার ইঙ্গিত রয়েছে। এর ফলে, বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে অর্থ বিনিয়োগ করছেন বন্ডের মতো সম্পদে, যাতে উচ্চ সুদের হারের সুবিধা নেওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।