Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউপির সরশুনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলজার শেখ ও বাচ্ছু শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । এ ঘটনার জের ধরে গত সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে । আহত গোলজার শেখ, আহাদ ফকির, কামাল হোসেন, আমেনা বেগম, তাহেরা বেগম, মেহেদি হাসান, শহিদ ফকির, ফারুক শেখ, মহাসন মোল্যা, তবির শেখ, স¤্রাট শেখ, রাচ্চু শেখ, ভাদু মিয়া, জাকির মোল্যা, সিরাজ ফকির, ইসরাফিল আলমকে লোহাগড়া ও নড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা শফিকুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ