Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ পৌর ও উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ ছাত্রলীগ শিবগঞ্জ পৌর ও উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল ও সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমনের স্বাক্ষরিত পৃথক দু’টি পত্রে আগামী এক বছরের জন্য শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের চার সদস্য বিশিষ্ট ও উপজেলা শাখা ছাত্রলীগের আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের কমিটির মধ্যে রয়েছেÑ সভাপতি পদে আবদুল্লাহ আল মেহেদী হাসান হিমেল, সহ-সভাপতি পদে জালমাছমারী এলাকার সোহেল রানা, সাধারণ সম্পাদক পদে আলীরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহেল খাঁন। এদিকে উপজেলা শাখা ছাত্রলীগের কমিটির মধ্যে রয়েছেÑ সভাপতি পদে রিজভী আলম রানা, সহ-সভাপতি সামিউর রহমান বাবু, মেসবাহুল হক, সাধারণ সম্পাদক পদে আশিফ আহ্সান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শিহাব উদ্দিন, আবু রায়হান, আল-মামুন ও সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ হিল বাকীর নাম উল্লেখ রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ