রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আরিচা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল মঙ্গলবার মধ্যরাত রাত সোয়া ১টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি, লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার ফলে উভয় ঘাটে যাত্রীবাহী বাসসহ ছোট কার ও অন্যান্য যানবাহন আটকে পড়ায় শীতের মধ্যে যাত্রী ও শ্রমিকরা সীমাহীন দুর্ভোগ পোহান। বিআইডবিøউটিসির ম্যানেজার শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাত থেকেই পদ্মা নদীর নৌপথ ঘন কুয়াশার চাঁদরে ঢেকে যায়। ফলে নৌপথ চিহ্নিতকারী বিকন বাতি (মার্কার) দৃষ্টিগোচর না হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ১টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সোয়া ১০টায় কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় কপোতি, ঢাকা, শাহ আলী, গোলাম মওলা, বনলতা নামের পাঁচটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। একই সময়ে পাটুরিয়া ঘাটে ছয়টি, দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি লোড অবস্থায় থাকলেও ঘন কুয়াশার কারণে ফেরিগুলো ঘাট ছেড়ে যেতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।