Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত : আহত ৩

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের পশ্চিম মৈশাদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সুমাইয়া আক্তার ইভা নামে ছয় মাসের শিশু নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছে সুমাইয়ার পরিবারের আরো তিনজন। আগুনে তাদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে ওই গ্রামের মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই বাড়ির নাছির মিজির মেয়ে। নাছির মিজি, তার স্ত্রী মারজানা বেগম (২৫) ছেলে নয়ন (৮) একই সময় অগ্নিকাÐে আহত হয়। মিজি বাড়ির বাসিন্দা হাসান, সামাদ ও চাঁন মিজি জানান, ঘটনার সময় হঠাৎ করে বিকট শব্দ হয়। বাড়ির লোকজন উঠে এসে শুধু নাছিরের ঘরে আগুন দেখতে পান। সবাই চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে যায়। বিস্ফোরণের পর নাছির, তার স্ত্রী ও ছেলে ঘর থেকে দৌড়ে বের হলেও শিশুকন্যাকে নিয়ে আসতে দেরি হয়ে যায়। এতে শিশুটি আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যায়। আহতদের বাড়িতে চিকিৎসা দেয়া হয়েছে।
মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক পাটুয়ারী জানান, ধারণা করা হচ্ছেÑ গ্যাস সিলিন্ডারটি মেয়াদোউত্তীর্ণ ছিল অথবা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা হয়েছে। সকালে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ আসলে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ