Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অচলাবস্থা কাটেনি ভোমরা বন্দরে

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কাস্টমস ও সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ দ্ব›েদ্ব অচলাবস্থা কাটেনি সাতক্ষীরার ভোমরা বন্দরে। মঙ্গলবার দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে আমদানি-রফতানি। এতে অন্তত ১২ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষ সাংবাদিকদের জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন ঘোজাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের আধিকারীদের অশোভন ও অন্যায় দাবির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়ায় দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফের সাথে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্ব›েদ্বর কারণে দুই দেশের আমদানি-রফতানি দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ