রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আগামী ৮ ফেব্রæয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা রায় দেয়া হবে। আর রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হওয়ার আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ নিজেদের নিরাপত্তা হিসেবে বালু বোঝাই একাধিক বস্তা থানার প্রধান ফটকের সামনে রাখা হয়েছে। সেই সঙ্গে পুলিশের একজন নায়েক হিসেবে সারাদিন ডিউটি হিসেবে কর্মরত থাকবে বলে থানা পুলিশ জানিয়েছেন। সোমবার থানায় প্রধান ফটকে রাখা হয় বালু বোঝাই বস্তা। হঠাৎ করে থানায় বালু বোঝায় বস্তার সারি দেখে স্থানীয় জনসাধারণ থানায় ভিড় জমান। শিবগঞ্জ থানা ওসি হাবিবুল ইসলাম হাবিব বলেন, শুধু মামলার রায় কেন্দ্র করে নয়, রাজনৈতিক অবস্থা আগামিতে কেমন হবে সেদিকে লক্ষ্য রেখে পুলিশ নিরাপত্তা বেষ্টনী হিসেবে বালুর বস্তা রাখা হয়েছে। এ ছাড়াও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সড়কে পুলিশ মোতায়েন থাকবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।