Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচলে বিড়ম্বনা

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় দিক নির্ণয় করতে না পেরে মাঝনদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে কেতকি ও কস্তুরি নামে দু’টি ফেরি। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে বিআইডবিøউটিসির শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের ম্যানেজার আব্দুস ছাত্তার জানান, সোমবার রাত থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। আস্তে আস্তে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে মঙ্গলবার ভোর ৪টার দিকে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দিক নির্ণয় করতে না পেরে মাঝনদীতে যাত্রী নিয়ে আটকা পড়েছে কেতকি ও কাস্তুরি নামে দু’টি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ