রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা সদর উপজেলার ঠাঁকুরাকোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে ‘কর ও সেবামেলা’ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের আওতাভ‚ক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়মিত কর পরিশোধ করে সকল প্রকার সেবা গ্রহণে স্থানীয় জনগণকে উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানির সহযোগিতায় ইউনিয়ন পরিষদ গত সোমবার সন্ধ্যায় এই কর ও সেবামেলার আয়োজন করে।
ঠাঁকুরাকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর ও সেবামেলায় প্রধান অতিথিয় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. সাবিহা সুলতানা। অনুষ্ঠানে বিদেশি অতিথি হিসেবে ইথিওপিয়ার আমহারা ন্যাশনাল রিজিওন্যাল কাউন্সিলের স্পিকার ইয়ার্সো তামেরি এসকাজিয়াসহ ১০ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানির প্রজেক্ট ম্যানেজার মো. বাবুল আজাদ, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ। কর ও সেবামেলায় বিপুল সংখ্যক জনগণ তাদের উপর আরোপিত কর প্রদান করেন। মেলায় শ্রেষ্ঠ ৯ জন করদাতাকে ক্রেস্ট প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।