Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে সুইস প্রেসিডেন্ট

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১:২০ পিএম

সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার পৌঁছেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছেন তিনি। এরপর সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্থাপিত রোহিঙ্গা ইউনিটে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে যান সুইস প্রেসিডেন্ট।
হাসপাতাল পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ত্রাণসহ অন্যান্য সেবা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার।
সুইস প্রেসিডেন্টের সঙ্গে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইওএম ও ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ