বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক, ব্রিটেনের সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ এবং পূর্বদিক পরিচালনা পর্ষদের মেম্বার, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. মাহবুবুর রহমানের মধ্যে মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পত্রিকার উদ্যোগে শহরের মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আ.লীগের সভাপতি নেছার আহমদ, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, মোস্তফাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ মিলাদ হোসেন, মৌলভীবাজার জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আকিল আহমদ, মৌলভীবাজার জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মুফতি শামছুল ইসলাম, আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য মো. সিরাজুল ইসলাম সিদ্দিকী, সিলেট মহানগর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুস আলী, মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলী, সানমুন ক্যাডেট এন্ড হাই স্কুলের চেয়ারম্যান কবি মাহবুবুল আলম, লোক গবেষক মাহফুজুর রহমান, মৌলভীবাজার ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. মো. আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ এলাহী কোটি, আনহার আহমদ সমশাদ, ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম প্রমুখ।
পরে ডা. কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্ট, লতিফিয়া হিফযুল কোরআন মাদরাসা ও পূর্বদিক অফসেট প্রেসের পক্ষ থেকে হাফিয সাব্বির আহমদ ও মাহবুবুর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় হাফিয সাব্বির আহমদের পক্ষ থেকে অতিথিদের উপহার প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।