Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোকন ভাই কখনো ফেল করেন না!

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : প্রায় প্রতিটি ঘটনার পেছনেই কিছু না কিছু চমক থাকে। আবার চমকপ্রদ কিছু নিয়েও ঘটে যায় ঘটনা। এমনি একটি ঘটনা ঘটেছে বেগম খালেদা জিয়ার গাড়ীবহর নরসিংদীর ভেলানগর অতিক্রমকালে। গতকাল সোমবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষ্যে নরসিংদী জেলা বিএনপি ব্যাপক অভ্যর্থনার আয়োজন করে। নরসিংদীর ৪৫ কিলোমিটার সড়ক পথে বিএনপি নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাড়িয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু পুলিশ ও যুবলীগের নেতাকর্মীদের বাধার মুখে সবকিছুই পন্ড হয়ে যায়। সকাল থেকে পুলিশ ও যুবলীগ নেতাকর্মীদের বেরিকেডের কারণে বাসা থেকে বের হতে পারেননি বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন। বেলা ১১ টা পর্যন্ত পুলিশ ও যুবলীগ নেতাকর্মীরা ভেলানগর এলাকার মহাসড়ক দখল করে নেয়। বিএনপি, মহিলা দল ও আইনজীবি দলের নেতাকর্মীরা যুবলীগ নেতাকর্মীর তান্ডবের মুখে অসহায় অবস্থায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকে। বেলা ১১ টা ২০ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ীটি ভেলানগর জেলাখানার গেইট এলাকায় পৌঁছার মিনিট দুয়েক পূর্বে বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হঠাৎ ধুমকেতুর মতো কিছু লোক নিয়ে মহাসড়কের ওপর বেগম খালেদা জিয়ার আগমনে পথে দাড়িয়ে যায়। মাত্র দুই মিনিটের ভিতর বেগম খালেদা জিয়ার গাড়ীটি খোকনের সামনে গিয়ে গতি ¯øথ করে দেয়। এ সময় খোকন গাড়ীর সামনে দাড়িয়ে বেগম খালেদা জিয়াকে হাত উচিয়ে সালাম পেশ করেন। বেগম খালেদা জিয়াও গাড়ীর ভিতরের সিটে বসা অবস্থায় হাত উচিয়ে খায়রুল কবির খোকনের সালাম গ্রহণ করেন। এরপর বেগম খালেদা জিয়ার গাড়ীটি খুব দ্রæত বেগে যাত্রা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ