বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে ফয়েজুল আজিম শিশির নামের এক সাংবাদ কর্মীর উপর হামলা করেছে একদল সন্ত্রাসী। রবিবার রাত সাড়ে ১১টা লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউপির আটিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
তিনি একই উপজেলার দক্ষিণ মজুপুর সদর আলি ভূঁইয়া বাড়ির এ কে এম সামসুদ্দিন আহম্মেদের ছেলে এবং জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের সাংবাদিক মহল।
চিকিৎসাধিন সাংবাদিক ফয়েজুল আজিম শিশির ও পরিবারের লোকজন জানান, রাতে আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে জকসিন-জুগির হাট সড়কের আটিয়াতলী এলাকার পৌঁছলে মুখে মাপলার পেচানো একদল সন্ত্রাসী তার উপর হামলা চলায়। এসময় সন্ত্রাসীরা তাকে টেনে হেচড়ে রাস্তার পাশে জাহাঙ্গিরের পরিত্যক্ত ব্রিক ফিল্ডে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় সাথে থাকা একটি মোবাইল, নগদ দেড় হাজার টাকা, একটি টর্চ লাইট, পরিচয়পত্র ও ক্যামেরা নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা সাংবাদিককে পরিত্যক্ত স্থানে পরে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে জানতে চাইলে ল²ীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে মুখোশ পড়ে এভাবে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ল²ীপুরের কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় ল²ীপুর জেলাধিন সাংবাদিকদের সকল সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হামলাকারীদের দ্রæত গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।