বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আশাশুনি উপজেলার বড়দল ও কাদাকাটি ইউনিয়নে হনুমানের আক্রমনে ৬ জন ক্ষতবিক্ষত হয়েছে। হনুমান আতঙ্কে এলাকাবাসীর মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে। এক মাস যাবৎ ৩টি বড় হনুমান একটি বাচ্চা নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছে। এ গাছ থেকে অন্য গাছ, এ বাড়ি থেকে অন্য বাড়ি, ঘরের চাল ও রাস্তার উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ছোট থেকে বড়রা তাদের পিছু নিয়ে আনন্দ পাচ্ছে। কখনো কখনো তাদেরকে খাবার দিচ্ছে। কিন্তু গত সপ্তাহ খানের হনুমানগুলো ক্ষিপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে তারা মিত্র তেতুলিয়া গ্রামের পল্লী চিকিৎসক তাপস কুমার, একই গ্রামের নিতাই সরকারের পুত্র প্রসেনজিৎ, পল্লী বিদ্যুতের মিটার রীডার মফিজুলসহ ৫/৬ জনকে কামড়ে ক্ষতবিক্ষত করেছে। তাদেরকে ১২ থেকে ৩২টি করে সেলাই দিতে হয়েছে। গতকাল (সোমাবার) গোয়ালডাঙ্গা গ্রামের বাক্কার সরদারকে কামড়ে রক্তাক্ত করেছে। ফলে স্কুলগামী ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে ভীত হয়ে পড়েছে। পরিবারের লোকজনও চিন্তিত হয়ে পড়েছে। এব্যাপারে প্রশাসনের হস্তকক্ষেপ কামনা করা হয়েছে। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অবলা জানোয়ার তাদের উপর নির্যাতন করে তাড়ানোটা ভালো লাগছেনা, তাই এখনো কিছু করা হয়নি। সবাইকে সহনশীল ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।