বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর মাইক্রোবাস চালক আবদুল হাকিম(৫৫) হত্যার ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়ার পাশ্ববর্তী চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া এলাকার হারুনুর রশিদের ছেলে মাইনুর রশিদ তানিম (২১) ও পাবনা জেলার সাতিয়া থানার আটিয়া পাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে সাব্বির হোসেন (২০)। তানিম নগরীর বহদ্দারহাট উদ্দীপন পলিটেকনিট ইনিষ্টিটিউটে ভোকেশনাল কোর্সে এবং সাব্বির বাকলিয়া দেলোয়ার জাহান মেমোরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। দুজনের গ্রামের বাড়ি চট্টগ্রাম শহরের বাইরে হলেও তারা বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকে। গতকাল সোমবার দুপুরে পটিয়া থানা পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছে, তানিমকে চট্টগ্রাম শহর থেকে এবং সাব্বিরকে পাবনা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনই পুলিশী জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। পরে দুজনকে আদালতে পাঠানো হয়। তবে এ ঘটনায় এ ২ জনসহ মোট ৭জন জড়িত বলেও তারা পুলিশকে জানিয়েছে। প্রসঙ্গত, বিগত ২০১৭ সালের ২৯ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কোন এক নির্জন এলাকায় মাইক্রো চালককে জবাই করে হত্যা করে পৌরসদরের পোস্ট অফিস এলাকায় মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারী দল। পরদিন ৩০ নভেম্বর পটিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।