Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া প্রেসক্লাব নির্বাচন ১৮’ এর নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে শো’কজ জারি

বগুড়া জেলা জজ আদালতে মামলা

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০১৮’ অনুষ্ঠান উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক লালু, সদস্য মীর সাজ্জাদ আলী সন্তোষ ও শফিউল আজম কমলের বিরুদ্ধে বগুড়ার জেলা জজ আদালতে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে ২য় দফায় ৩ দিনের শো’কজ নোটিশ জারী করেছে।
মামলার বাদী জিয়া শাহীন দিং পক্ষের আইনজীবী এ্যাড বিজেডএম ফারুক জানিয়েছেন, গতকাল সোমবার বাদী জিয়া শাহীন দিং এর পক্ষে বগুড়া জেলা জজ আদালতে দায়েরকৃত আবেদনে বলা হয় ‘‘ইতোপূর্বে গত ৩১ জানুয়ারী অত্র আদালতে বগুড়া প্রেসক্লাবের চলমান নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করলে বিজ্ঞ আদালত আবেদনকারীদের পক্ষে ওই ৩ বিবাদীকে তাৎক্ষনিকভাবে ৩দিনের শো’কজ আদেশ প্রদান করেন । কিন্তু বিবাদীগন বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে ওই দিনই প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও ফলাফল ঘোষনা ও পরবর্তি কার্যক্রম অব্যাহত রাখেন। এমতাবস্থায় মামলার ১-৩ নম্বর বিবাদীদের দ্বারা বেআইনীভাবে ঘোষিত প্রেসক্লাবের বর্তমান তথাকথিত কমিটি কমিটি যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে তন্মর্মে ‘‘টেম্পোরারী ম্যান্ডেটরী ইনজাংশন ’’ চাওয়া হয়। আবেদনের প্রেক্ষিতে বগুড়ার বিজ্ঞ জেলা জজ মোঃ শফিকুর রহমান বিবাদীদের বিরুদ্ধে ৩ দিনের ‘কারণ দর্শাও’ নোটিশ জারী করেন।
মামলায় বাদী পক্ষের উকিল ছিলেন বগুড়া বারের সিনিয়র আইনজীবী আফতাবউদ্দিন আহম্মেদ,সিনিয়র আইনজীবী এ্যাড, মোঃ শের আলী, সিনিয়র আইনজীবী মো সিদ্দিকুর রহমান এ্যাড, বিজন কুমার সাহা, এ্যাড, সৈয়দা মার্জিয়া নারজু, এ্যাড মোঃ আসিফ ইমরান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ