Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফ্রেন্ডস’ সিরিজ নিয়ে ফেরার আভাস দিলেন জেনিফার অ্যানিস্টন

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সিরিজটির শেষ মৌসুম শেষ হবার ১৫ বছর পর ‘ফ্রেন্ডস’ ফেরার আভাস দিয়েছেন সেটির অন্যতম তারকা জেনিফার অ্যানিস্টন।
‘এলেন ডিজেনারেস শো’তে কথোপকথনের সময় অ্যানিস্টন সিরিজটি ফেরার সম্ভাবনার কথা বলেন। তিনি প্রধানত অভিনেত্রী রিস উইদারস্পুনের সঙ্গে তার নতুন টিভি সিরিজটি নিয়ে কথা বলছিলেন। তবে আলাপ তাতে থেমে থাকেনি।
‘ফ্রেন্ডস’ সিরিজের থিম সং ‘আ’ইল বি দেয়ার’-এর সঙ্গে অনুষ্ঠানে তাল মেলাবার পরপরই উপস্থাপক ডিজেনারেস তাকে সিরিজটির তারকাদের নিয়ে আবার নতুন করে ফেরা নিয়ে জিজ্ঞাসা করেন : “এমন কোনও সম্ভাবনা কি কখনও ছিল?”
অ্যানিস্টন বলেন : “সম্ভাবনা তো আছেই, এলেন। যেকোনো কিছুই ঘটতে পারে। তাই না? মানে জর্জ ক্লুনিও তো বিয়ে করেছে। তাই যেকোনো কিছুই ঘটতে পারে।”
অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিসা কুডরো, ম্যাট লেব্লাঙ্ক, ম্যাথিউ পেরি এবং ডেভিড শুইমারকে নিয়ে ‘ফ্রেন্ডস’ ১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত প্রচারিত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ