Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরঙ্গমীর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সম্প্রতি চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরঙ্গমীর আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। তুরঙ্গমীর চার বছরের পথচলাকে ভিত্তি করে বিশেষভাবে নির্মিত ‘মুখরতার চার বছর’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হয়। তুরঙ্গমীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া তুরঙ্গমীর নতুন সংযোজন তুরঙ্গমী স্কুল অব ড্যান্স-এর লোগো উন্মোচন করেন এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। এছাড়া তাদের হাত থেকে গত চার বছরের সেরা কর্মীর সম্মাননা গ্রহণ করেন তুরঙ্গমীর পাঁচ সদস্য। শিল্প, সংস্কৃতি ও নৃত্য জগতের স্বনামধন্য শিল্পী, দেশি-বিদেশি কুটনৈতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্নধার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ জানুয়ারি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কে শ্রদ্ধা জানিয়ে ‘আ ট্রিবিউট টু দ্য প্লেরাইটঃ সৈয়দ হক’ মঞ্চায়নের মাধ্যমে তুরঙ্গমী প্রথম আত্মপ্রকাশ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ