Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কালকিনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোকসভা

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীনের মা মরহুমা জোবেদা খাতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুকের মা মরহুমা হাবিবুন নেছা ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মরহুম জি এম দেলোয়ার হোসেন দুলালের স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিকসহ সুশিলসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইউএনও শেখ হাফিজুর রহমান সজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান আজাদ, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় মরহুম ও মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ