রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও মহদীপুর স্থলবন্দরের আমদানি-রফতানিকারকদের পাথর আমদানির ক্ষেত্রে জটিলতার সমস্যা সমাধান না হওয়ায় সোমবার থেকে মহদীপুর স্থলবন্দরে আমদানি-রফতানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। রোববার মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি নিক্ষিল চন্দ্র ঘোষের স্বাক্ষরিত একটি পত্রে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রæপকে গতকাল সোমবার থেকে মহদীপুর স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। ফলে সোমবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে কোনো ধরনের পণ্য প্রবেশ করবে না। এদিকে ভারতের মহদীপুর বন্দরের ট্রাক পার্কিং কেন্দ্রে গত ২১ জানুয়ারি থেকে প্রায় সাড়ে তিন হাজার ভারতীয় পাথরভর্তি ট্রাক আটকা পড়ে রয়েছে বলে মহদীপুর স্থলবন্দরের এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি নিক্ষিল চন্দ্র ঘোষ জানিয়েছেন। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি থেকে সোনামসজিদ স্থলবন্দরের পাথর আমদানিকারকেরা অগ্রিম রাজস্ব পরিশোধ করে পাথর আমদানি করবে না বলে মহদীপুর স্থলবন্দর পাথর রফতানিকারকদের জানিয়ে দেন। এ ছাড়াও ভারতীয় পাথর রফতানিকারকদের জিএসপি নামে রশিদ ছাড়াই অতিরিক্ত চাঁদা না দেয়ারও সিদ্ধান্ত জানিয়ে দেয় সোনামসজিদ স্থলবন্দর পাথর আমদানিকারকেরা। উভয় দেশের আমদানি-রফতানিকারকদের মধ্যে পাথর আমদানি-রফতানি বিষয়ক জটিলতা দেখা দেয়। ফলে ১৫ দিন থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।