Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। বক্তব্য রাখেন জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ওসমন গণি সজীব প্রমুখ। পরে বই পড়া, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ