রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন বৃক্ষভানুপুর এলাকায় একটি ইটভাটার চুল্লিতে পড়ে আহত শ্রমিক পাঁচদিনের মাথায় হাসপাতালে মারা গেছে। তার নাম সুমন (১৭)। সে নোয়াখালী জেলার এসবালিয়া ইউনিয়নের সুধারাম উপজেলার আবুল কাশেমের ছেলে। থানার সেকেন্ড অফিসার মো. নুরুন্নবী জানান, নিহত সুমন ও তার বাবা আবুল কাশেম হলদিয়া বৃন্দাবন বৃক্ষভানপুর এমবিসি টু ব্রিকফিল্ডে তিনমাস ধরে জ্বালাইয়ের হেলপারের কাজ করেন। গত মঙ্গলবার বিকেল ৩টায় কাজ করার সময় অসাবধানবসত সুমনের ডান পা জ্বলন্ত ভাটিতে ঢুকে পড়ে। এ সময় সে চিৎকার করলে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমনের ডান পা পুড়ে যায়। আহতাবস্থায় হাসপাতালে গতকাল রাতে মারা যায় সুমন। লাশ হাসপাতাল থেকে নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এমবিসি টু ব্রিকফিল্ডের একাংশের স্বত্বাধিকারী মো. খোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।