Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধ ঘণ্টার মধ্যে দলে স্থানীয় ৪০ শীর্ষ নেতার সাথে বৈঠকে বসছেন খালেদা জিয়া

সিলেট অফিস | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:৪০ পিএম

শাহপরান রহ. মাজার জেয়ারত শেষ করে আধ ঘণ্টার মধ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ ৪০ নেতাকর্মীর সাথে একমাত্র বৈঠকে বসবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শাহজালাল (রহ.) মাজার জেয়ারত পরে এখন শাহপরান (রহ.) মাজার জেয়ারত শেষ করার পথে তিনি। এরপরই সরাসরি চলে আসবেন নগরীর সার্কিট হাউজে। সেকারণে বৈঠকে অংশ নেয়ার প্রস্তুতি নিয়ে নেতাকর্মীরা অপেক্ষমাণ বেগম জিয়ার জন্য। সিলেট সফরকালে এই একটি মাত্র বৈঠকে মিলিত হবেন তিনি। সেখানে বৈঠককালে স্থানীয় শীর্ষ নেতাদের দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরবেন তিনি। তারপর রওনা হবে ঢাকা অভিমুখে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ