বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : কাস্টমসসহ বিভিন্ন জায়গায় ম্যানেজ করে টাঙ্গাইলে মুকুট বিড়ির প্রতিটি প্যাকেটে জাল ব্যান্ডরোল লাগিয়ে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের সাবালিয়ায় অবস্থিত মেসার্স মুকুট বিড়ি ফ্যাক্টরিতে প্রতিটি বিড়ির প্যাকেটে নকল/জাল ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার প্রতি বছর কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, মুকুট বিড়ি ফ্যাক্টরিতে সপ্তাহের ৪/৫দিন দেড় হাজারের অধিক বিড়ি শ্রমিক বিড়ি তৈরী করে প্যাকেটজাত করে আসছে। সরকারি নিয়ম অনুযায়ী তৈরীকৃত প্রতিটি বিড়ির প্যাকেটে একটি করে কর পরিশোধিত ব্যান্ডরোল লাগানোর কথা থাকলেও উক্ত ফ্যাক্টরিতে তা মানা হচ্ছে না। নিয়ম-কানুনের তোয়াক্কা না করে একাধিকবার ব্যবহৃত জোড়াতালি ব্যান্ডরোল দেদারছে লাগিয়ে যাচ্ছে। তাদের এ অপকর্ম ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে নামে মাত্র শতকরা ৩০/৪০ভাগ আসল ব্যান্ডরোল ক্রয় করে বাকী শতকরা ৬০/৭০ভাগ ব্যান্ডরোল দীর্ঘদিন যাবৎ একটি চোরা সিন্ডিকেটের নিকট থেকে নকল ব্যান্ডরোল নাম মাত্র মূল্যে ক্রয় করে প্রতিটি বিড়ির প্যাকেটে লাগিয়ে রীতিমত সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে একাধিক সূত্রে জানা যায়। এ ব্যাপারে মুকুট বিড়ির ম্যানেজার রঞ্জন চনদ্র সাহা এর মুঠোফোনে কথা বললে তিনি অনেকটা দাম্ভিকতার সুরে বলেন, আমরা আমাদের উৎপাদিত বিড়িতে কিছু কিছু জাল ব্যান্ডরোল ব্যবহার করছি-এটা সত্যি, তবে তা টাঙ্গাইল কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষসহ প্রশাসনের সর্বত্র ম্যানেজ করে করা হয়েছে। মুকুট বিড়িতে জাল ব্যান্ডরোল ব্যবহার সম্পর্কে টাঙ্গাইল ভ্যাট পরিদর্শকের কার্যালয়ে যোগাযোগ করা হলে জানান, এটা তাদের দেখার বিষয় নয়। আমরা আমাদের টার্গেট অনুযায়ী রাজস্ব পাচ্ছি। এভাবে সরকারি নিয়ম নীতির যথাযথ ব্যবহার যদি না করা হয় একদিকে সরকার বছরে হারাচ্ছে প্রায় কোটি টাকার রাজস্ব অন্যদিকে টাঙ্গাইলের আশে পাশে অবস্থিত অন্যান্য বিড়ির ফ্যাক্টরিতে এর প্রভাব পড়বে বলে বিজ্ঞমহলের ধারনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।