Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জনসমর্থন থাকলে মাঠে আসুন খেলা হবে মো.নাসিম

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: সরকারের ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় নির্বাচিত সরকারের অধীনে এদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনসমর্থন থাকলে মাঠে আসুন- খেলা হবে। আ’লীগ সরকার স্বাস্থ্য খাতে যূগান্তকারি উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকার জনসাধারনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হচ্ছে। সুনামগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাসের সভাপতিত্বে ও আ’লীগ নেতা আফজাল হোসেন, এম রশিদ আহমদ ও ইউআরসির ডাইরেক্টর আলী আহসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে ছাতক উপজেলা হাসপাতাল ৫০শয্যায় উন্নীতকরণ, দোলারবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন ও ভারত সরকারের অর্থায়নে কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রোববার বিকেলে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারতের হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধণ শ্রীংলা, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জয়া সেনগুপ্তা, পীর ফজলুর রহমান মিছবাহ, সিলেট বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশলী ইসমাইল ফারুক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদরিছ আলী বীর প্রতিক, আ’লীগ নেতা এড. রাজ উদ্দিন, ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার অভিজিত শর্মা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ