Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএসএফের নির্যাতনে গরু ব্যবসায়ীর মৃত্যু গুলিবিদ্ধ ১

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তে দুই গরু ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। নির্যাতনের পর দেশে ফিরে এসে ওই দুই গরু ব্যবসায়ীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজন গুলিবিদ্ধ হয়ে রাজশাহীতে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার ভোরে শিংনগর বিওপির অধীনস্থ ১৭১নং পিলার এলাকায়। মৃত গরু ব্যবসায়ী হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার মৃত আমজাদের ছেলে শরিফুল ইসলাম। গুলিবিদ্ধ অপর ব্যবসায়ী হলেন- একই ইউনিয়নের সাহাপাড়া-মুন্সিপাড়ার আইনুল হকের ছেলে সাইদুর রহমান। তবে তিনি কোথায় চিকিৎসারত আছেন তা পরিবার থেকেও জানা যায়নি। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটার সময় মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তে গরু আনতে যায় ব্যবসায়ী সাইদুর ও শরিফুল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে নির্যাতন চালাতে থাকে। পরে তারা কৌশলে পালিয়ে যাবার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা প্রথমে সাইদুর রহমানকে রাবার বুলেট নিক্ষেপ করে। পরে শরিফুলকে গুলি লাগলে তারা গুরুত্বর আহত অবস্থায় পালিয়ে এসে রাজশাহীতে চলে আসেন চিকিৎসার জন্য। এরপর শরিফুল রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ সংলগ্ন ডলফিন ক্লিনিকে চিকিৎসা নিতে থাকেন। অবস্থার অবনতি হলে শরিফুলের পরিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ